Ki Kore Toke Bolbo By Arijit Singh
কি করে তোকে বলবো
Singer: Arijit Singh
কি করে তোকে বলবো ..তুই কে আমার
আয়না সাথে চলবো , সব পারাপার .
মনেরই আসকারাতে তোর কাছে এলাম , হারিয়ে গেলাম (2)
মনের একুল ওকূল , দিয়েছে প্রেমের মাশুল
চাওনীরা দিশেহারা ,তোর কাছে চায় ইশারা , আজ বারে বার ..
কি করে তোকে বলবো ..
তুই কে আমার
আয়না সাথে চলবো , সব পারাপার .
মনেরই আসকারাতে তোর কাছে এলাম , হারিয়ে গেলাম (2)
তীরেতে দাঁড়াই একা , তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো , খুঁজে মরি তোকে কতো
হাজার বার .
কি করে তোকে বলবো ..
তুই কে আমার
আয়না সাথে চলবো , সব পারাপার .
মনেরই আসকারাতে তোর কাছে এলাম , হারিয়ে গেলাম (2)
No comments