mon tore boli joto By Hridoy khan
মন তোরে বলি যত
Singer: Hridoy Khan
তুই চলেছিস তোরি মতো
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে
মন বলি তুই ফিরে চা মন ছাড়া কি যাই রে বাচা তুই ছাড়া কে আর আছে এই জীবনে
কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন
বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা
এই কথা সেই কথা কত যে কথা যে বলিশ শুধু বলিসনা মন কি কই বালোবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস শুধু বুঝিসনা মন কি চায়
কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন
বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা
অন্তরটা দিলাম খুলে, দেখিস না তো ফিরে তোর মন বোঝা ভীষণ দায় হৃদয় টাও রেখেছি জমা, তাইতো আসি ফিরে আর কিছুই দেবার তো নায়
কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন
বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা
No comments