Header Adspub-4133366744892521

mon tore boli joto By Hridoy khan

 মন তোরে বলি যত

 Singer: Hridoy Khan


 মন তোরে বলি যত
তুই চলেছিস তোরি মতো
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে

মন বলি তুই ফিরে চা মন ছাড়া কি যাই রে বাচা তুই ছাড়া কে আর আছে এই জীবনে

 কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন 


বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

এই কথা সেই কথা কত যে কথা যে বলিশ শুধু বলিসনা মন কি ক বালোবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস শুধু বুঝিসনা মন কি চায় 


 কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন 

বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

অন্তরটা দিলাম খুলে, দেখিস না তো ফিরে তোর মন বোঝা ভীষণ দায় হৃদয় টাও রেখেছি জমা, তাইতো আসি ফিরে আর কিছুই দেবার তো নায় 


 কি কারণ অকারণ, এতো করিস জালাতন
ভালো লাগেনা এই দোটানা, ও যাতন সারাক্ষন 

বলনা তুই বলনা, কেন এই চলোনা ও মন তুই বলনা, ভালোবাসি বলনা বোনা তুই বলনা, ভুলে গিয়ে চলোনা একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

No comments

Powered by Blogger.