dhure kothao achi bose by tausf
দূরে কোথাও আছি বসে
Singer :তৌসিফ
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এই মনের আহলাদে আসোনা ছুঁটে
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
অনুরাগে ঝরে চাঁদ ও আজ
এ লোগোনে ও এলে না
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলে না
ভালো যদি ভাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
নীলআঁচল নির্মল হাওয়া
এ লোগোনে ও এলে না
অচেতন থাকে মন
নিস্প্রান যত ভাবনা
ভালো যদি ভাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এই মনের আহলাদে আসোনা ছুঁটে
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
No comments