Header Adspub-4133366744892521

Deora Song Lyrics || Cokestudio Bangla

 Deora Song Lyrics || Cokestudio Bangla







এত সুরের ঐ সোনার তরী, কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি, ঘরে, তবু ভরে না মন তাতে।
তাতে.....

উ উ হাতে লাগে রে,
উ উ হাতে....

আরে, হাতে লাগে ব্যথা রে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে। {2}
ঐরে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দেবো পিরা,
ওরে জলপান করিতে দেবো শালিক ধানের চিরা রে।
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।
আরে, হাতে লাগে ব্যথা রে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।

ভাবি আমার পরিয়াছে, লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে, লাল রঙের শাড়ি,
দুই হাতেতে পরিয়াছে, রেশমি কাসের চুরি।
খোঁপাতে বাবলা গাছের ফুল,
কানে ঝুলিতেছে, ঝুমকা নামের দুল।

আরে, আজকে আমরা বাইচাল বাইছি
মনেরই মতন, হায় হায় মনেরই মতন।
দেখো, বাইজ খালিয়া এবার কিন্তু
জীবন করব স্বার্থ রে।
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।

হায় রে, আগা লাইয়ের বইটার সাথে
মারবে তুমরা টান, {হেইও}
আর ঝড় তুফান আসিলে কিন্তু
নৌকা যাবে চলি রে।
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।
হায়রে, হাতে লাগে ব্যথা রে,
হাতে লাগে ব্যথা রে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।

এত সুরের ঐ সোনার তরী, কোথায় গেলে পাবে?
{হাত ছাইরা দেও সোনার..}
যত বারেই ফিরি, ঘরে, তবু ভরে না মন তাতে।
{হাত ছাইরা দেও সোনার দেওরা রে}
যত বারেই ফিরি, ঘরে, তবু ভরে না মন তাতে।
হাত ছাইরা দেও সোনার দেওরা রে।


No comments

Powered by Blogger.