Header Adspub-4133366744892521

Behula Lyrics


 

Behula

ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
১০০ তারার মালা
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ছাইড়া গেলো স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
কালো মেঘে

No comments

Powered by Blogger.