Header Adspub-4133366744892521

Title : Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) Artist : Andrew Kishore & Konok Chapa

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে


আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা


ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে


আছো তুমি হৃদয় জুড়ে।।


 

                    ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া


গভীরের এই বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে


আছো তুমি হৃদয় জুড়ে।।


No comments

Powered by Blogger.