Header Adspub-4133366744892521

মনের পিঞ্জিরায়/Tor moner pinjirai tui kare dili tai lyrics by jisan khan

গান : মনের পিঞ্জিরায়
গায়ক : জিসান খান শুভ
______________
আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো ন। আমার
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
নিদয়া তুই পাষাণ বন্ধু এতো রে কঠিন
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এত করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ?
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমা সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

No comments

Powered by Blogger.