Header Adspub-4133366744892521

বাবা |baba koto din lyrics by James

বাবা : জেমস


ছেলে আমার বড় হবে" মাকে বলত সেকথা
"হবে মানুষের মত মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়"
নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত "ও খোকা!
যখন আমি থাকবো না
কি করবি রে বোকা?"

এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"

"ছেলে আমার বড় হবে" মাকে বলত সেকথা
"হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়"
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত "খোকা ও খোকা
যখন আমি থাকবো না
কি করবি রে বোকা?"

এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"

No comments

Powered by Blogger.